লৌহজংয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবযোগদানকৃত ইউএনওর সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম
লৌহজংয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবযোগদানকৃত ইউএনওর সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। নবযোগদানকৃত ইউএনও সাংবাদিকদের সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা, উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন।

মিজ্ ফারজানা ববি মিতু বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করতে চাই।”

এসময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল মিয়া, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, মো.শওকত হোসেন, শহিদ সুরুজ, শেখ সোহেল রানা, শেখ রাকিব, মো.লিখন শেখ, মো.স্বপন বেপারী, মো.জাহিদ হাসান, সুবিন আহমেদ, রাজ্জাক হোসাইন সুমন, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে