ফুলবাড়ীতে তীব্র ঠান্ডা কাতর বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার, বন বিভাগে প্রেরণ

এফএনএস (ফুলবাড়ী,কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১০ পিএম
ফুলবাড়ীতে তীব্র ঠান্ডা কাতর বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার, বন বিভাগে প্রেরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর চরাঞ্চলে একটি বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। শকুনটি ঠান্ডাকাতর হওয়ায় এলাকাবাসী শুকুনটিকে সহজে ধরতে পায়। বিশালাকৃতির শকুনটিকে দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় পড়ে। 

পরে ঠান্ডা কাতর শকুনটিকে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে আনা হলে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর উপজেলা বনবিভাগের মাধ্যমে উদ্ধারকৃত শকুনটিকে কুড়িগ্রাম বনবিভাগের কাছে পাঠানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজার ও সাহেব বাজার সংলগ্ন ধরলা নদীর চরাঞ্চলে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আকাশ, মিঠুসহ কয়েকজন ছেলে শুকুনটি দেখতে পায়। 

তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঠান্ডা কাতর শুকুনটিকে ধরে ফেলে। এরপর শুকুনটির সু-রক্ষায় স্থানীয় মিডিয়া কর্মীদের সহযোগিতায় শুকুনটিকে উপজেলা প্রাণীসম্পদ অফিসে আনা হলে উপজেলা প্রাণীসম্পদ কর্তৃপক্ষ শুকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, বাংলাদেশ থেকে বিলুপ্তপ্রায় শকুনটিকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। উপজেলা বনবিভাগ কর্তৃপক্ষ শকুনটিকে সংরক্ষণের জন্য আগ্রহ দেখালে আমরা তাদের কাছে শকুনটি হস্তান্তর করি। 

শকুনটি কুড়িগ্রাম বনবিভাগের তত্ত্বাবধানে বনবিভাগের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে। শকুনটি ভারতের কোনো স্থান থেকে এখানে আসতে পারে বলেও ধারনা প্রকাশ করেন প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক।

আপনার জেলার সংবাদ পড়তে