মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যামিক শিক্ষা পরিবারের পক্ষ হতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: কামরুন্নাহারের সভাপতিত্বে ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন,কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমান রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষ, খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সরকার,মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম,চিত্রকোট মডেল স্কুলের প্রধান শিক্ষক ফাল্গুনি সরকার,রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, ্ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ মাদ্রাসা সুপার মো: মহিউদ্দিন, শেখর নগর গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের স্বল্প সময়ের নানা কর্মকান্ড ও শিক্ষকদের প্রতি আন্তরিকতাপূর্ণ ব্যবহার শিক্ষক মন্ডলী শ্রদ্বাভরে স্মরণ করেন এসময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়,অনেকে অশ্রুসজল হয়ে উঠেন। পরিশেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ হতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।