কারিগরি ত্রুটিতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, বিলম্ব হতে পারে লন্ডন যাত্রা

এফএনএস অনলাইন:
| আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম
কারিগরি ত্রুটিতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, বিলম্ব হতে পারে লন্ডন যাত্রা
ছবি, সংগৃহীত

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখার কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। 

বিএনপির মিডিয়া সেল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে।

এদিকে আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। 

আপনার জেলার সংবাদ পড়তে