কিশোগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মোরগ মহলে ৩বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলী আসনের ২ বারের প্রয়াত এমপি ও জেলা বিএনপি সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর তনয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল, জুলুম, অত্যাচার ভোগ করেছেন। তারপরেও দেশের জনগণের জন্য এক পা ও পিছপা হন নি। এছাড়া ফ্যাসিবাদ সরকার দ্বারা বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও মিথ্যা মামলায় জেল খেটেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব বোরহান উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বদরুল রহমান, উপজেলা বিএনপির সদস্য নূর মোহাম্মদ বাচ্চু, ইবাদুর রহমান আনার মিয়া, কৈলাগ ইউনিয়নের সাবেক সভাপতি রেনু মিয়া, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহরাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম চৌধুরী নাদভী, কৌশিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জায়েদ উল্লাহ জুজি, জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোজাম্মেল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সদস্য কফিল উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে নূর রাব্বি, পৌর মৎসজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক। পরে সন্ধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।