পটুয়াখালীর কুয়াকাটায় "প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ- কলাপাড়া ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর আয়োজনে ২'শত সেচ্ছাসেবক, উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা বীচ ম্যানেজমেন্টট কমিটির উদ্যোগে
পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে সী বীচ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এছাড়া ময়লা আবর্জনা ফালানো স্থায়ী একটি বিন ও বিভিন্ন পয়েন্টে পাঁচটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ, বিশেষ অতিথি উপস্থিত নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শফিকুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সহকারি পরিচালক জনাব আসাদুজ্জামান খাঁন, কুয়াকাটা বীচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিয়ার রহমান।