ঈদগাঁওতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর বিলের পানি থেকে নাঈম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাঈম জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে।
পরিবার জানায়, গত ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফেরেনি নাঈম। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরদিন ৫ ডিসেম্বর ভোর ৬টার দিকে স্থানীয়রা গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজন ও গ্রামবাসী মরদেহটি উদ্ধার করে। একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।