আশাশুনিতে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের আয়োজনে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামাত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য এ্যড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা প্রমুখ।