চাঁপাইনবাবগঞ্জের নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

এফএনএস (মোঃ আব্দুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ): | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেল ৪ টায় সমিতির আহ্বায়ক আসগার আলীর সভাপতিত্বে নাচোল নাচোল ডাকবাংলো চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য হাসানুল ইসলাম, আরশাদ আলী, তরিকুল ইসলাম, আব্দুস সাত্তার, ওমর ফারুক সুতা। অনুষ্ঠিত সভায় সমিতি গঠনের ইতিহাস ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে বক্তারা ১৯৮৯ সালে স্থাপিত এই প্রাচীন শিল্প ও বণিক সমিতিকে আগামীদিনে আরও গতিশীল ও সমৃদ্ধ করার জন্য সকল সদস্য এবং সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। সমিতির অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে সদস্যরা আহ্বায়ক আসগার আলীকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন।

নবনির্বাচিত সভাপতি আসগার আলী সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে নাচোলের শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া নতুন কমিটির মেয়াদ শেষে আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাসে সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে দ্বিবার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে