আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী সমাবেশ ও আলোচনা সভা। “ঊাবৎু ঈড়হঃৎরনঁঃরড়হ গধঃঃবৎং-প্রতিটি অবদানই মূল্যবান”প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার শতাধিক স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; এস. এম. এন. জামিউল হিকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর; এবং মোঃ নাজরুল ইসলাম, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বদলাও ইয়ূথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সভাপতি মাহমুদা আক্তার। একটি বর্নাঢ্য র্যালীর মাধ্যমে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন করা হয় যেখানে প্রধান অতিথি, আয়োজনের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, চাঁদপুর জেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবীবৃন্দ।
র্যালীর পরে মূল আলোচনা সভার শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাফিউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন নিশিতা সূত্রধর। স্বেচ্ছাসেবা কেবল মানবতার সর্বোচ্চ প্রকাশ নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের শক্তিশালী বাহক। জাতিসংঘ ঘোষিত এ দিবস আজ বিশ্বের ১০০ কোটিরও বেশি স্বেচ্ছাসেবীর মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশের তরুণ সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। উক্ত আয়োজনে চাঁদপুর ক্লিন, বিডি ক্লিন চাঁদপুর, রেড ক্রিসেন্ট, স্কাউট, সোনালী সুদিন, নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশন, চাঁদপুর নিউওয়ে বহুমুখি সবায় সমিতি, স্বদেশ মহিলা যুব কল্যান সমিতি, গ্রিন লাইফ যুব কল্যান সমিতি, টউঅ, টঝড, স্বপ্নছায়া, সতাতা সমাজসেবা সহ প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভি তার বক্তব্যে জাতিসংঘের স্বেচ্ছাসেবক দিবসের ইতিহাস তুলে ধরে বলেন- “১৯৮৫ সাল থেকে বিশ্বব্যাপী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বদলাও ইয়ূথ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আমরা জেলার অন্যান্য স্বেচ্ছাসেবীদের নিয়ে সম্মিলিতভাবে দিবসটি পালন করে আসছি। এবার জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন হওয়া চাঁদপুরের স্বেচ্ছাসেবীদের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তিনি আরও উল্লেখ করেন-বদলাও ইয়ূথ ফাউন্ডেশন তাদের ১০ বছরে প্রায় ১৫০ জনের বেশি তরুণকে চাকরিতে সহায়তা, ১২ জনের বেশি সফল উদ্যোক্তা তৈরি, এবং ৪০০০ এর বেশি শিক্ষা থেকে ঝরে পড়া শিশুকে স্কুলে ফেরত আনার কাজ করেছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ডিজিটাল ডিগনিটি প্রকল্প এবং স্বেচ্ছাসেবীদের নিয়মিত প্রশিক্ষণের বিষয়গুলোও তিনি তুলে ধরেন। বদলাও ইয়ুথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর দপ্তর সম্পাদক আমেনা তাবাসসুম এনি স্বেচ্ছাসেবী হিসেবে তার অভিজ্ঞতা ও সংগঠন থেকে পাওয়া বিভিন্ন প্রশিক্ষণ কীভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলেছে তুলে ধরেন। এছাড়া ক্লিন চাঁদপুর-এর সভাপতি ও কৃতি সন্তান এডভোকেট নুরুল আমিন খান আকাশ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন-চাঁদপুরের তরুণেরা যদি এক হয়ে কাজ করে, তবে জেলা আরও এগিয়ে যাবে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে উপস্থিত স্বেচ্ছাসেবীদেরকে স্বাগত জানায়।
স্বেচ্ছাসেবীদের বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সকল স্বেচ্ছাসেবীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি মোঃ নাজরুল ইসলাম, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর-স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক সাধুবাদ জানিয়ে চাঁদপুরসহ দেশের সর্বত্র তাদের স্বেচ্ছায় সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সম্মানিত বিশেষ অতিথি খাইরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তার বক্তব্যে স্বেচ্ছাসেবীদের এই বিশেষ দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, বাংলাদেশ পুলিশ নিঃশব্দে বহু স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে-যেমন, থানায় কোনো মহিলা আসামী এলে তার সঙ্গে থাকা শিশুর সম্পূর্ণ বিনামূল্যে নারী পুলিশ সদস্যদের দ্বারা ভরণপোষণ, অথবা উদ্ধার হওয়া গবাদি পশুর মালিক সন্ধান পাওয়ার আগ পর্যন্ত তাদের পরিচর্যা-এসবই পুলিশের মানবিক ও স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবী ভূমিকার উদাহরণ। তিনি সকল স্বেচ্ছাসেবীকে পুলিশের পাশে থেকে সমাজসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা তার বক্তব্যে স্বেচ্ছাসেবীতার প্রয়োজনীয়তা ও সামাজিক উন্নয়নে এর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বলেন যে, স্বেচ্ছাসেবীসহ সমাজের প্রতিটি মানুষের প্রতিটি অবদানই মূল্যবান। তিনি বলেন শহরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শহরের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি প্রান্তিক ও গ্রামের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের যুক্ত করে গ্রাম পর্যায়েও কর্মসূচি পরিচালনা করলে দেশে শহর ও গ্রামের যে বৈষম্য রয়েছে তা কমে আসবে এবং সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২৫-এর আলোচনা সভার মধ্যমনি ও আয়োজনের প্রধান অতিথি চাঁদপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার তার বক্তব্যে স্বেচ্ছাসেবীদের উদ্দেশে এক অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে চাঁদপুরে তার অল্প কয়েক দিনের পর্যবেক্ষণ খুবই সুন্দর ও বিচক্ষনতার সাথে তুলে ধরেন, যেখানে তিনি স্বেচ্ছাসেবীদের প্রতি চাঁদপুরের রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা-যেমন শহিদ মিনার, জুলাই স্মৃতি স্মারক, বিভিন্ন ভাস্কর্য-এগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি রাস্তার পশুপাখির যত্ন নেওয়া, চাঁদপুর সদর হাসপাতালের উন্নয়নে সবাইকে নিজস্ব সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো উদ্যোগ নেওয়া, শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং চাঁদপুরে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক এসব ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন।
সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন উপস্থিত সকল স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, সংবাদকর্মী ও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অংশে বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, তানজিনা আক্তারসহ সংগঠনের সকল সদস্যরা কেক কেটে সংগঠনটির অর্জনকে স্মরণীয় করে তোলেন।