গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করা হয়। দেশনেত্রী যেন সুস্থ হয়ে পুনরায় দেশ, জাতী ও সমাজের সেবা করতে পারেন, সেজন্য মহান আল্লাহ তায়ালার নিকট সবাই প্রাণখোলে দোয়া করেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।