কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস

আজ ৭ই ডিসেম্বর। কলমাকান্দা মুক্ত দিবস। ১৯৭১ সালে এ দিনে জীবন বাজী রেখে বীর মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে হানাদারমুক্ত করেছিল নেত্রকোনার কলমাকান্দা। 

ঐদিন আনন্দে মেতে উঠেছিল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। বিজয়ের আনন্দে তারা থানা প্রাঙ্গণে উত্তোলন করেছিল স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা। এ দিবস স্মরণে প্রতি বছর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় রেলি ও আলোচনা সভা।  আনন্দে মেতে উঠেছিল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। বিজয়ের আনন্দে তারা থানা প্রাঙ্গণে উত্তোলন করেছিল স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা। এ দিবস স্মরণে প্রতি বছর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় রেলি ও আলোচনা সভা। এ ব্যপারে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ বারি চাঁন মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র ভৌমিক জানান, প্রতি বছরের মতো এবারও আমরা প্রশাসন ও মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করেছি। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক অঙ্গন, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। 

আপনার জেলার সংবাদ পড়তে