চাঁদপুর শাহরাস্তি সরকারি ও উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০২ পিএম
চাঁদপুর শাহরাস্তি সরকারি ও উঘারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন আগামীতে  প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি সুবিধা আর হাতে-কলমে শেখার পরিবেশ তৈরি করতে পারলেই আমরা দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারবো।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিদ্যালয় পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শিখবে আরও দ্রুত ও সৃজনশীলভাবে। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা কাঠামো গড়ে তোলা, যা আগামী দিনের দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পিতা-মাতা শিক্ষক ও মুরুব্বিদের সম্মান করতে হবে। আমাদের সময়ে আমরা তাদের আদেশ মেনে চলেছি। এখনো সম্মান করি এগুলো আমাদের করতে হবে শ্রদ্ধা সম্মান পেতে হলে সবাইকে দিতে হবে। মনে রাখবে জীবনের শুরুতে মাঝখানে ও শেষে তিনটি অবস্থায় মাদক কে না বলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সামছুল হক বলেন, প্রযুক্তিতে দক্ষ তরুণ সমাজই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এজন্য আগামী প্রজন্ম কে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন , শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা, ডিজিটাল দক্ষতা ও অনলাইন শিক্ষা ব্যবহারে বাস্তব নির্দেশনা তুলে ধরতে হবে।

 শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবকগন প্রযুক্তির সুবিধা, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থিত সবাই ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার রূপরেখা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকালে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিকলে উঘারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইসিটি অফিসার মো. জাকির হোসেন, দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার হাসান মাহমুদ, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠুসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে