কলকাতার রাস্তায় বাস দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন দুই বাংলায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবুর অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। শনিবার সকালে চারু মার্কেট থেকে রাসবিহারীর পথে তার গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও তিনি এবং তার গাড়ির চালক সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা।
টালিগঞ্জ ব্রিজের নিচে হঠাৎ সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান অনির্বাণ। সেই মুহূর্তেই একটি ভলভো বাসের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। প্রচণ্ড অভিঘাতে কাচ ভেঙে যায়, গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কেই থেমে যেতে হয় তাকে। কলকাতার বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেছেন, “আমি ঠিক আছি। গাড়ির চালকও ঠিক আছেন।”
দুর্ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বাসচালকের আচরণে। অনির্বাণের ভাষ্য, “বাসের চালক খুবই উদ্ধত আচরণ করেছেন আমার সঙ্গে। দোষটা সম্পূর্ণ আমার ঘাড়েই দিয়েছেন সেই চালক। বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি বাধা দিই।” অভিনেতা আরও জানান, সময়মতো ব্রেক না কষলে বড় দুর্ঘটনা হতে পারত বলে দাবি করেন বাসচালক, যদিও অনির্বাণের মতে হঠাৎ সামনে চলে আসা গাড়িকে বাঁচাতে গিয়েই মূল বিপত্তি ঘটে।
দুর্ঘটনার পরপরই তিনি টালিগঞ্জ থানা এবং পরে চারু মার্কেট থানায় অভিযোগ জানান। প্রশাসন সহযোগিতা করছে জানিয়ে অনির্বাণ বলেন, “গাড়ির যে ক্ষতি হয়েছে তা রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই।” অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ, তারা জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটি অচল হয়ে পড়ায় পুলিশি প্রহরায় অনির্বাণকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়।
ওটিটিতে একেন বাবু চরিত্রে অভিনয়ের সুবাদে বিপুল জনপ্রিয়তা পান অনির্বাণ চক্রবর্তী। পরবর্তী সময়ে ‘দ্য একেন’ এবং এর সিক্যুয়েল চলচ্চিত্রগুলোতেও তার অভিনয় প্রশংসা কুড়ায়। হাস্যরসাত্মক অভিনয়ধারা এবং পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে তিনি এখন বাঙালি দর্শকদের কাছে অন্যতম প্রিয় মুখ।