পূজা থেকে ইরা, ধর্মান্তর ও ভালোবাসার গল্পে বদলে গেল জীবনপথ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৬ পিএম
পূজা থেকে ইরা, ধর্মান্তর ও ভালোবাসার গল্পে বদলে গেল জীবনপথ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রতি টান থেকেই পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটেছে একটি আলোচনাযোগ্য মানবিক ঘটনা। সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার সোমবার (১ ডিসেম্বর ২০২৫) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ। ধর্মান্তরের পরদিন নয়, একই দিনেই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানাযায়, ইরা ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় এক বছর আগে। অহিদুল সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসায় পরিণত হয়। ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেন।

এ ঘটনার পর নন্দিপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম বলেন, আমাদের সম্পর্কটা এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে। তার পরিবার এখনো মানেনি, তবে আমরা আশা করি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার ইচ্ছা রাখি।

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।আজ ৬ ডিসেম্বর বেলা ১২ টায় কচুয়া শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, ওলামা দলের আয়োজনে কচুয়া উপজেলা বিজয় চত্বরে দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আমিন সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান , ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম , সাবেক আহ্বায়ক  রানা দিদার, যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, জেলা যুবদল নেতা ও সাংবাদিক মাসুম ,খায়রুজ্জামান লাবু, শ্রমিক নেতা সিকদার জাকির হোসেন, যুব  নেতা সিকদার রাসেল, রাকিব প্রমুখ।  অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা  করেন সেখ লাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম আহসান, আসাদ, মশিউর রহমান, শাহীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আমিন সিকদার। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে