গোপালপুরে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ পিএম
গোপালপুরে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ

টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ও ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশের মধ্যে এক জমজমাট টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোপালপুরের নারুচী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুেরন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর নাজমুল হক জামিল।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, স্ট্যান্ডার্ড ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা মোঃ আলম মন্ডল, বিএনপি নেতা আব্দুল মোন্নাফ সোহেল। এছাড়া গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

টসে জিতে গোপালপুর উপজেলা শিক্ষক দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ভূঞাপুর উপজেলা শিক্ষক একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ১৪ ওভার ৫ বলেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং ৫ উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনালী লাইফ ইন্স্যুেরন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রধান অতিথি মীর নাজমুল হক জামিল। এসময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে