মুলাদীতে বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম
মুলাদীতে বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই

বরিশালের মুলাদীতে এক বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ময়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদা না দেওয়ায় চরকালেখান গ্রামের আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন মারধর করে টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেছেন বালু ব্যবসায়ী জাকির হোসেন লিটন খান। এঘটনায় তিনি বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

জাকির হোসেন লিটন খান জানান, তিনি কয়েক মাস ধরে মুলাদী উপজেলায় ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করছেন। প্রায় ৩ মাস আগে চরকালেখান গ্রামের আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন তার থেকে ১টি ড্রেজার, ২টি বাল্ক হেড ও ৬ হাজার ফুট পাইপ ভাড়া নেন। তারা ড্রেজার দিয়ে প্রায় ৬ লাখ টাকার ৬০ হাজার ফুট বালু ভারাট করে নেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলাউদ্দীন সরদারের কাছে ড্রেজার ও বালুর টাকা হিসাব চান লিটন খান। এতে আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন ক্ষিপ্ত হয়ে লিটন খানকে গালিগালাজ ও মারধর করেন। পরে তারা বালুর ব্যবসা করতে হলে লিটন খানের কাছে উল্টো ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা দুইজনের লিটন খানকে আবার মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা লিটন খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় লিটন খান বাদী হয়ে আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দেন। 

এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, বালুর ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে