ঝিনাইদহের শৈলকূপার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের আব্দুল মতিন মুন্সী, কবির মুন্সি ও সাব্বির মুন্সীর বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে তিনটি টিনের ঘর ১টি ছাগল ও ঘরে থাকা আসবাবপত্র সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। বাড়ির মালিক মতিন মুন্সি জানান, রান্নাঘরের চুলা আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়। সেই আগুন থেকে তিনটি ঘর একটি ছাগলসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে শৈলকূপা উপজেলার ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার জানান, রাতে সুবিধা গোবিন্দপুর গ্রামের মতিন মুন্সির বাড়িতে ঘরে আগুন ধরেছে সংবাদ শুনে সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে তিনটি বাড়ির প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।