কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে শনিবার দুপুরে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ, স্নাতক (পাস) প্রথম বর্ষ ও এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত সাবেক সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাকী তালুকদার, হিতৈষী সদস্য আবু হাসান সোহেল মনা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, শিক্ষক ও শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দগ উপস্থিত ছিলেন। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, নবীন বরণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের সাথে কলেজের অন্য শিক্ষার্থীদের সেতু বন্ধন তৈরি হবে। বিনোদনমূলক এই কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে।