লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার ৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতু।

এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসেত সাত্তার, উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুম, সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল, একাডেমিক সুপার ভাইজার মাহফুজা নাসরিন কেয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) লৌহজং থানা মো. মনিরুজ্জামান, লৌহজং উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু নাসের লিমন ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম রাকিব।  

এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও  প্রতিনিধিগন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় আলোচকরা শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে- দিবসগুলোকে যথাযথ আনুষ্ঠানিকতা, নিরাপত্তা ও মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। সভাশ এ দিবস দুটি সুন্দর ও সফল ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

দিবস দুটির বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-

১৪ ডিসেম্বর সকালে গোয়ালীমান্দ্রাস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ। ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ মাঠে প্রাত্যুষে ৩১ বার তোপধ্বনি, গোয়ালীমাগ্রাহ মুক্তিযুদ্ধ স্মৃতিমাসে পুষ্পস্তবক অর্পণ, লৌহজং উপজেলা পরিষদ মাঠে প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহনে প্যারেড এবং ডিসপ্লে প্রদশর্ন, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (নির্ধারিত মাপ ও বাবাবহার করে), শিশুদেয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা, সমগ্র জাতির শান্তি, অগ্রগতি এবল মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদে দোয়া মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা-উপজেলা প্রশাসন একাদশ বনাম -সুধীসমাজ একাদশ, বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রর্দশনী, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতু বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভাটি আগামী দিনের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে