গণতন্ত্রের সংকট থেকে মুক্তি পেতে দেশবাসী নতুন নির্বাচনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে। তাঁর দাবি, দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে এবং এখন জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগের মুখোমুখি।
রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় অংশ নিয়ে তিনি জানান, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, মানুষ এবার ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে সাম্যভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।
সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হবে। তিনি জানান, কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বিএনপির আমলেই শুরু হয়েছিল এবং বন্দরটি আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই সম্পূর্ণভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্দর চালুর সঙ্গে সঙ্গে ছয় লেন মহাসড়ক অপরিহার্য হয়ে উঠবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সালাহউদ্দিন বলেন, তিনি গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই দেশে দীর্ঘ দেড় দশক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে। সালাহউদ্দিন আশা করেন, নির্বাচন কমিশন দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা শুরু করবেন।
এর আগে রোববার সকাল থেকে তিনি নুনাছড়ি, নয়াপাড়া, রাখাইনপাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া, গুদারপাড়া এবং সওদাগরপাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন। প্রতিটি স্থানে তাঁকে ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।