নবাগত ইউএনওর সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময়

এফএনএস (কোটালীপাড়া, গোপালগঞ্জ) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩ পিএম
নবাগত ইউএনওর সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময়

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়া, গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি রমজান মোল্লা, ঢাকার মিরপুর মডেল থানা গণঅধিকার পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম, যুব অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নেয়ামুল হক নয়ন, ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমন, ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ গণঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ ও ছাত্রঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আপনার জেলার সংবাদ পড়তে