ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ ২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলাটি করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন। আদালত সেদিন বাদীর জবানবন্দি গ্রহণের পর বিকেলে নির্দেশনা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।
মামলার আবেদনে বলা হয়, দুর্গাপূজার সময় শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএনে দেওয়া এক বক্তব্যে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে তুলনা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দেশের মুসলিম জনগোষ্ঠী বিশ্বাস করেন আল্লাহর কোনো আকৃতি নেই এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেবদেবীর প্রতিকৃতি তৈরি করে পূজা আয়োজন করেন। তাই দুটি ধর্মীয় আচারকে একসঙ্গে তুলনার এই বক্তব্য মুসলিম জনসাধারণের বিশ্বাসে আঘাত করেছে।
অভিযোগে আরও বলা হয়, শিশির মনিরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর ধর্মীয় সংবেদনশীলতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাদীর দাবি, মন্তব্যটি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মামলাটি এখন ডিবির তদন্তাধীন এবং আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে।