শরণখোলায় স্কাউটিং কার্যক্রমে জাতীয় পর্যায়ে ১৩ জনের শাপলা ও পিএস অ্যাওয়ার্ড অর্জন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম
শরণখোলায় স্কাউটিং কার্যক্রমে জাতীয় পর্যায়ে ১৩ জনের শাপলা ও পিএস অ্যাওয়ার্ড অর্জন

শরণখোলায় স্কাউটিং কার্যক্রমে সর্বোচ্চ সম্মান জাতীয় পর্যায়ে ১৩ জনের শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড  অর্জন করেছে। গত ৪ বছরে বাংলাদেশ স্কাউটস জাতীয় পর্যায়ে শাপলা কাব পাঁচজন ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে ৮ জন।

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে শনিবার সকালে (৬ ডিসেম্বর) যশোর জেলা পরিষদ মিলানায়াতন (বিডি) হলে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি যশোর র্বোড চেয়ারম্যান ডঃ প্রফেসার আসমা বেগম, প্রধান অতিথি খুলনা বিভাগের  অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেব প্রসাদ পাল, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের কমিশনার মোঃ আবু হান্নান, সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে কাব সাবিহা সুলতানা (২০২৩), কাব সাহারিয়া সরদার (২০২৩), কাব তাসমিয়া রহমান (২০২৩) এবং কাব ফারিহা জাহান জিতু (২০২৪) ও শহীদ তিতুমীর একাডেমী কাব স্কাউট দল  থেকে উডব্যাজার  কামরুল ইসলাম এর কন্যা কাব রাইসা ইসলাম জুঁই (২০২০)।

অপরদিকে স্কাউটিং-এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ”(পিএস)”পেয়েছে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এর স্কাউট রাইয়ান জোমাদ্দার (২০২৩) এবং স্কাউট ফাতিমা তুজ জোহরা (২০২৪), শরণখোলার উডব্যাজার কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সাফিয়া মজিদ ওপেন স্কাউট গ্রুপ থেকে আব্দুল্লাহ আল-সাদিক (২০২১), অর্পিতা হালদার (২০২১), নাঈমুল ইসলাম (২০২১), দীপ দাস (২০২১), আর.কে.ডি.এস. বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার প্রধান শিক্ষক নাসির উদ্দিন মুক্তার মেয়ে ইসরাত জাহান (২০২১), শিক্ষিকা রাশিদা আক্তারের মেয়ে এলিনা এনায়েত মরিয়ম (২০২৩)।

শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট-এর গর্বিত প্রতিষ্ঠাতা এনজিও ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর কে.এম মামুন উজ্জামান, মোঃ অধ্যক্ষ উসমান গনি ও সাবেক গ্রুপ স্কাউট লিডার স্কাউটার রজব আলী , শহীদ তিতুমীর একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বেলায়েত হোসাইন, সাফিয়া মজিদ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম, স্কাউটিং কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও ভূমিকা রাখায়  শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড অর্জনকারি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার কমিশনার মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহজামাল জুয়েল ,উপজেলা স্কাউট লিডার কে.এম বজলুর রহমান, উপজেলা কাব স্কাউট লিডার মিজানুর রহমান সহ উপজেলা স্কাউটের সকল কর্মর্কতা বৃন্দ।