পটুয়াখালীর বাউফলে মাদক সহ যুবদল কর্মী গ্রেপ্তার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ পিএম
পটুয়াখালীর বাউফলে মাদক সহ যুবদল কর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে  মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মো. হেমায়েত গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা এলাকা থেকে তাকর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেমায়েত  ভরিপাশা গ্রামের বাসিন্দা  এবং  কেশবপুর ইউনিয়ন যুবদলের  সক্রিয় কর্মী।

স্থানীয় ও পুলিশ  সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হেয়ামেত এলাকা মাদক ব্যবসা করে আসছিল। যুবদলের সক্রিয় কর্মী হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে  কেউ প্রতিবাদ করেনি।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক সহ গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১০ পিস মাদক উদ্ধার করা হয়। 

এবিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান,  গ্রেপ্তার হেমায়েতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজত। প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে