কুষ্টিয়ার দৌলতপুরের বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা মিরপুর সিটি ক্লাবের সভাপতি, বিএনপি নেতা মোঃ তারেক আল মামুন এর পিতা পাতান আলী মন্ডল বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে রোববার ভোরে ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
রোববার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে বোয়ালিয়া পূর্বপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,
মরহুমের ছেলে বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা মিরপুর সিটি ক্লাবের সভাপতি মোঃ তারেক আল মামুন।
জানাজায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।