তারেক রহমানের হস্তক্ষেপ চাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা

বিএনপির শত্রু বিএনপি : সুবিধাজনক অবস্থানে ইসলামী দলগুলো

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম
বিএনপির শত্রু বিএনপি : সুবিধাজনক অবস্থানে ইসলামী দলগুলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে বরিশালে বিএনপিতে গৃহবিবাদ চরম আকার ধারণ করেছে। মনোনয়নকে ঘিরে জেলার ছয়টি আসনের মধ্যে দুইটিতে প্রকাশ্যে দ্বিধাবিভক্ত হয়ে পরেছে বিএনপির নেতাকর্মীরা।

অপর একটিতে অভ্যন্তরীন বিরোধ শুরু হলেও এখনও তা প্রকাশ্যে রূপ নেয়নি। যা ভোটের মাঠে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির নিজেদের মধ্যে চরম বিরোধের ফলে ইতোমধ্যে একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়িয়েছেন। এরমধ্যে জেলার প্রত্যেকটি আসনেই বেশ সুবিধাজনক অবস্থান করে নিয়েছেন ইসলামীক দলগুলোর মনোনীত প্রার্থীরা।

দলের এ বিরোধ মিটিয়ে জরুরি ভিত্তিত্বে মাঠজড়িপের মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তাদের মনোনয়ন দেয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তন করা না হলে ওইসব আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থীরা মাঠের বিরোধ নিরসনে চাচ্ছেন কেন্দ্রীয় হস্তক্ষেপ।

সূত্রমতে, বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন বঞ্চিত বিগত ওয়ান ইলেভেন থেকে রাজপথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দলের ঘোষিত প্রতিটি আন্দোলন সংগ্রামের কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাভোগ করা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে নির্বাচনী এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, জনসমাবেশসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত এ আসনের আগৈলঝাড়া উপজেলা সদরে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সহস্রাধীক নারী-পুরুষদের অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সভা। ওই সভা থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা এ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের জোর দাবি তুলেছেন। পাশাপাশি এ আসনটি বিএনপির ঘরে তুলে নেয়ার জন্য তারা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়ার জন্য তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

পরবর্তীতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে অনুষ্ঠিত হয় বিশাল জনসমাবেশ। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

ওই জনসমাবেশে অংশগ্রহণ করা কয়েক হাজার নারী-পুরুষ বরিশাল-১ আসনে বিএনপির মনোনীন প্রার্থী পরিবর্তন করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে প্রার্থী করার জন্য তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উপস্থিতিতে সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে অনুষ্ঠিত দোয়া-মিলাদে অংশগ্রহণ করা বিএনপির সহস্রাধীক নেতাকর্মীরা বরিশাল-১ আসনের প্রার্থী পরিবর্তনের জন্য জোর দাবি করেন।

সূত্রমতে, বরিশাল-১ আসনে বিএনপির অপর মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের কয়েকজন সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বিশেষ করে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থকরা ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। ফলে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা দ্বিধাবিভক্তি হয়ে পড়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইসলামী দলগুলোর মনোনীত প্রার্থীরা।

বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ডা. মো. মাহবুবুল ইসলাম বলেন-যারা বিগত ওয়ান ইলেভের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটুক্তি করেছেন তাদের হাতে ধানের শীষ মানায় না। তাই ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে নতুন করে বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে যেসব কেন্দ্রীয় নেতারা (মনোনয়ন প্রত্যাশী) দলের নির্দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, তাদের চূড়ান্তভাবে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমদফায় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি। এসময়ে ওই আসনে বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেত্রী বেগম সেলিমা রহমানকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে তার কর্মী সমর্থকরা মানববন্ধন পর্যন্ত করেছেন। সর্বশেষ দ্বিতীয় পর্যায়ে ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাতে বেগম সেলিমা রহমান মনোনয়ন বঞ্ছিত হওয়ায় সেখানেও তীব্র ক্ষোভের আগুনে জ্বলছেন প্রভাবশালী ওই নেত্রীর কর্মী সমর্থকরা।

বরিশাল-৩ আসনের বিএনপির অসংখ্য নেতাকর্মীরা অভিযোগ করেন-এখানে প্রার্থী পরিবর্তন করা না হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। তাতেও যদি প্রার্থী পরিবর্তন করা না হয়, তাহলে তারা সময় মতো আরো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এছাড়াও জেলার আরো কয়েকটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে দলের মনোনয়ন বঞ্ছিত নেতা ও তাদের সমর্থকদের অভ্যন্তরীন বিরোধ শুরু হলেও এখনও তা প্রকাশ্যে রূপ নেয়নি। যা ভোটের মাঠে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সার্বিক বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া একাধিক নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন-দলের মধ্যে আমরা কোনো বিরোধে জড়াতে চাই না। বড় রাজনৈতিক দল হিসেবে এখন কিছুটা গ্রুপিং দ্বন্দ্ব, না পাওয়ার বেদনা থাকতেই পারে। সবকিছু ভুলে দলের স্বার্থে সবাইকে হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। পাশাপাশি যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনায় বসে যথাযথ মূল্যায়ন করবো।