গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যুবকের মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক যুবকের মৃত্যু  হয়েছে। রোববার বিকেলে উপজেলার বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুল হক উপজেলার কাজিপুর গ্রামের  সাদিমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শাহিনুল হক মোটরসাইকেল যোগে  সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল।এসময় কাজিপুর গোলাম বাজার এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, শাহিনুল হক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়।এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উপজেলার সাহেবনগর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহতের সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে