রাজশাহীর তানোরে গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি হয়ে গেছে। কিন্ত এসব চুরি হওয়া গরু ৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল গ্রামের মো. রুবেলের (৪০) গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি হয়। এমন গরু চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্কিত হয়ে পড়ছে গরু প্রতিপালনকারীরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে রুবেল প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। এসব গরুর মধ্যে দুটি বাছুর আর বলদ, বকনা, ষাড় ও গাভী। বর্তমানে ৬টি গরুর দাম ৪/৫ লাখ টাকা হতে পারে বলে গরুর মালিক রুবেলের ধারনা। রুবেল জানান, তার ছয়টি গরু চুরি হওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই গরুগুলো লালন-পালন করে দুধ বিক্রির টাকা দিয়ে সংসারের কাজে লাগাতেন। তিনি বিষয়টি নিয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত ভাবে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ তিনদিনেও চোরাই গরু উদ্ধার করতে পারেনি। উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কমলেস দাস বলেন, রুবেলের বাড়ির সাথে লাগানো গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এসআই সনাতন দাস তদন্ত করছেন। আমরা আশা করছি দুয়েক দিনের মধ্যে চোরই গরু উদ্ধারে সক্ষম হবো। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুজ্জামান বলেন, তিনি দু’দিন আগে এ থানায় যোগদান করেছেন। গরু চুরির বিষয়টি অবগত ছিলাম না। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে খোঁজ নিয়ে গরু চোরের চক্রটিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি। ই/তা