পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাখান ও পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের হাচন দালাল মার্কেটের উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে তিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না। দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাকে তৃণমূল বিএনপি মেনে নিবে না। তাই মনোনয়ন পুঃনবিবেচনার দাবি জানান বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।