রায়গঞ্জে টপসয়েল কাটায় জরিমানা ও কারাদণ্ড

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৪ পিএম
রায়গঞ্জে টপসয়েল কাটায় জরিমানা ও কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে টপসয়েল কর্তনের প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ০৭/১২/২৫ রবিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্প ট্রাকসহ চারজনকে আটক করা হয়। প্রশাসন সূত্র জানা যায়,রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে জরিমানা প্রদান করা হয়। ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকার (২২)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ১ লাখ টাকা জরিমানা  করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে