বিরল সেন্ট্রাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম
বিরল সেন্ট্রাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিরল সেন্ট্রাল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল সেন্ট্রাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ। 

বিরল সোনাপুকুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেফোডিল প্রিপারেটরি স্কুল এর প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ নাজমুল ইসলাম, বিরল সেন্ট্রাল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোকাম্মেল হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অভিভাবক কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান।

এ সময় প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ২০১৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি আপনাদের দোয়ায় পরিচালিত হয়ে আসছে। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সন্তানদেরকে নিজের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার। আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখবেন এবং আমরা যেন আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

আপনার জেলার সংবাদ পড়তে