পাবনা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনায় মাঠ এখন সরগরম

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম
পাবনা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনায় মাঠ এখন সরগরম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। নির্বাচনী এলাকার বাইরে গিয়ে তাকে মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়নবঞ্চিত দুই নেতা এই মনোনয়ন না মেনে মিছিল,সমাবেশ করছেন। তারা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনাও দিয়েছেন। তবে তারা শেষ মূহুর্ত পর্যন্ত দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন। এ অবস্থায় জামায়াতে ইসলামী রয়েছে স্বস্তিতে। যদিও নির্বাচনে জয়লাভ করার মতো ভোট তাদের নেই। বিএনপির বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনায় এখন মাঠ সরগরম।

পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়ার পরপরই নির্বাচনী মাঠে নামেন তিনি। দলের নেতা-কর্মীরা তাকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছেন। প্রতিদিনই চলছে গণসংযোগ ও মতবিনিময়। বিশাল,বিশাল বিলবোর্ড টাঙিয়েছেন তিন উপজেলার সর্বত্র। অপরদিকে এই মনোনয়ন না মেনে ফুঁসে উঠেছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম ও তাঁদের কর্মী-সমর্থক। সাধারণ ভোটাররাও মানছেন না অন্য এলাকার প্রার্থীকে। ফলে বিএনপি থেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি এক গণসমােেশ চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ঘোষনা করেছেন,দলের মনোনয়ন পরিবর্তন না হলে আমরা (আনোয়ার-হীরা) যে কেউ একজন প্রার্থী হিসেবে মাঠে থাকবো। বহিরাগত কাউকে মেনে নেওয়া হবেনা। সাধারণ মানুষও তাঁকে (তুহিন) মানছেন না,তার জনপ্রিয়তা মাত্র ৫ শতাংশ। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন,জনগণ ও তিন উপজেলার ভোটাররা তাঁকে চাইছেন। তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এদিকে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলছেন,তিনি বহিরাগত নন। চাটমোহরের ভোটার হয়েছেন,তাঁর স্ত্রী-সন্তানও এখানকার ভোটার। চাটমোহরের স্থায়ী হতে চান তিনি।  

বিএনপির যে কেউ বিদ্রোহী প্রার্থী হলে ভোটার হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে অনেকের মন্তব্য। বিএনপি প্রার্থীকে জয়লাভ করতে বেগ পেতে হবে। ফলাফল অনুকূলে নাও যেতে পারে। এদিকে বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরার বড় ভাই জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজাও পাবনা-৩ আসনে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন। তিনি নির্বাচনে থাকবেন বলে জানান। এই দুই নেতার বোন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে মাঠে নেমেছেন। সাধারণ ভোটাররা মনে করছেন,পাবনা-৩ আসনে আওয়ামী লীগ না থাকলেও ভোটার লড়াউ জমবে বিএনপি,বিএনপির বিদ্রোহী প্রার্থী আর জামায়াতের মধ্যে। 

আপনার জেলার সংবাদ পড়তে