মেঘনা নদীর বরিশালের হিজলা অংশে অভিযান চালিয়ে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিপুল পরিমান নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আলম জানিয়েছেন, মৎস্য অধিদপ্তরের অভিযানে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।