চাঁদপুর মুক্ত দিবস পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ পিএম
চাঁদপুর মুক্ত দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে গিয়ে শেষ হয়। পরে এক এক করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়েতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে শহীদদের প্রতি পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকারসহ সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে