নওগাঁর ধামইরহাটে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছ। ৮ ডিসেম্বর (সোমবার)বিকাল ৫টায় আগ্রাদ্বিগুন হাই স্কুল মাঠে আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেদ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী মোঃ সামসুজ্জোহা খান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডন, জেলা যুবদলের আহবায়ক মাো. মাসুদ হায়দার টিপু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, জেলা কষকদল আহবায়ক মো. মুমিনুল ইসলাম চঞ্চল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম রওশন-উল ইসলাম, জেলা শ্রমিকদল আহবায়ক জিল্লুর রহমান, পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মা.আক্কাস আলী।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনসহ বিভিন পর্যায়র নেতাকর্মী।