নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন এবং জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। দুপ্রক এর সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য মহসিন আলম. ড. জাকিয়া পারভীন, আবু বক্কর সিদ্দিক প্রমূখ।