’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ কার্ষ্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদের সভাকক্ষে এক অনুষ্টানের মাধ্যমে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
এবারে অত্র উপজেলাতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতা নারী হলেন- নির্ষাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খুশি বেগম, সফল জননী নারী রাশিদা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রুপভান বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তৃপ্তি রানী রায়কে জয়িতা সন্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম। বক্তব্য রাখেন, সাংবাদিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতি, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।