শ্রীমঙ্গলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
শ্রীমঙ্গলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার  ইসলাম উদ্দিন। আলোচনা সভায় তিনি বলেন, “বেগম রোকেয়া শুধু একজন ব্যক্তিই নন, তিনি নারী জাগরণের চিরস্মরণীয় প্রেরণা। তাঁর আদর্শ আগামী প্রজন্মকে শিক্ষিত, সচেতন ও ক্ষমতাসম্পন্ন সমাজ গঠনে পথ দেখাবে।” তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে  সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  শেখ জহিরুল ইসলাম মুন্না, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম বুমার কর, ডা. পুস্পিতা খাস্তগীর, দিল আফরোজ বেগম, মৌসুমী শর্মা প্রমুখ।

সভায় স্থানীয় বিভিন্ন সরকারি দফতর, নারী উন্নয়ন সংগঠন ও অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে