বাবুগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এ প্রতিনিধি দল সাক্ষাৎকালে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, মাধবপাশা ইউনিয়ন গণ অধিকার পরিষদের মোঃ রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, চাঁদপাশা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন শিকদার, দেহেরগতি ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন আকন, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক: আবদুস ছালাম হাওলাদার প্রমূখ। নতুন ইউএনও আসমা উল হুসনা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বাবুগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।