বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ, বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে নানা আয়োজনে দিনব্যাপী কর্মসূচি উদযাপিত হয়েছে। একই সঙ্গে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা ও পিঠা-মেহেদী উৎসব। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে গত ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য এক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান এবং তারুণ্যের উদ্যোক্তা মেলা পরিদর্শন অনুষ্ঠিত হয়।
ওই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া এবং সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ অদম্য নারীরা। বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা-দক্ষতা বৃদ্ধি, নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণ ও দুর্নীতি রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী উদ্যোক্তা মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, খাবার ও বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। পাশাপাশি পিঠা উৎসব ও মেহেদী উৎসব তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী অধিকার, নারীর অগ্রযাত্রা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক, মোঃ বাশার মোল্লা ও শফিউল আজম নিশান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ।