দৌলতপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ পিএম
দৌলতপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

কুষ্টিয়ার  নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন দৌলতপুর থানা পরিদর্শন ও দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কুষ্টিয়া বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট একই দিনে হওয়ায় আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।

তাই এই দুটি ভোটকে সামনে রেখে আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এসময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ নভেম্বর তিনি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে