কচুয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে কচুয়া উপজেলা বিএনপির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সিপিও রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক মো: হাদিয়ুজ্জামান হিরু, জেলা মহিলা দলের আহবায়ক সাহিদা আক্তার , জেলা বিএনপির সদস্য হাজারা আসাদুল ইসলাম পান্না, জেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ , কচুয়া উপজেলা জামাতের আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, মো: হুমায়ুন কবির, বিএনপি নেতা আনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক অলিউর রাসুল, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ শরীফ,সাবেক সহসভাপতি সাংবাদিক উজ্জ্বল কুমার দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা রাসল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার নাহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেখ নাজমুল আরমান,সদস্য সচিব শামীম হাসান রাবু, উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন মুক্তি, যুবদল নেতা শেখ এমদাদুল হক মাসুদ, সেখ সুজন,মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক সৈকত সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি আপসহীন নেত্রী হিসেবে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতির কামনা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমরা তাঁর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।”
আলোচনা সভা শেষে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।