বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি নেতা ও ১ নং উদয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মোল্লার কবর জিয়ারত করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। মঙ্গলবার বাদ আসর তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
উল্লেখ্য, শওকত আলী মোল্লা রোববার দিনগত রাত ১টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাদ আসর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
কবর জিয়ারত শেষে ইঞ্জিনিয়ার মাসুদ রানা শওকত আলী মোল্লার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় বিএনপি নেতা ইকরামুল হক সাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।