সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাগরিব নামাজ বাদ মডেল মসজিদ চত্বরে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানা-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম জুনায়েদ ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রমিজ শেখ, আল মামুন, কামরুজ্জামান দুলাল, মাহিম হোসেন সুজন, সেলিমাবাদ ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক মোরসালিন তালুকদার হিমেল, উপজেলা ছাত্রদল নেতা মানিক হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে