পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল দুদক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে সকাল ৯ টায় দিবসটির সূচনা হয়। এর পর বাইপাস সড়ক পাশে মানববন্ধন রচিত হয়। মানববন্ধন শেষে এশটি র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও দুপ্রক সহসভাপতি অ্যাডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, সনাক সহসভাপতি সহকারী অধ্যাপক মো: শাহ আলম শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস ২০২৫ এর প্রতিপাদ্যে তরুনদের আগামীর নেতৃত্ব হিসেবে ঘোষনা করেছে। প্রতিদিন দুর্নীতির মাত্রা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে। শুধু আইন করে দুর্নীতি রোধ করা যাবে না। নীতিবোধ জাগ্রত করার মাধ্যমে নিজ অবস্থান থেকে পরিবর্তন ঘাঁতে হবে। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে