আশাশুনিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১.৩০ টায় আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফএস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে তার নিজ বাড়ি থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে আশাশুনি থানায় ০৫(১২)২৫ নং মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।