যশোরের মণিরামপুরে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পৌরসভার প্রধান প্রকৌশলী উত্তম মজুমদার, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সহকরি অধ্যাপক মুহিবুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে তিন ন্রাীকে জয়িত পুরুস্কারে ভূষিত করা হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।
অপর দিকে "দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দীন। হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালিব, শিক্ষক আকরাম হোসেন, রুপান্তর সংস্থার দিপংকর সাহা প্রমুখ।