গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৬ পিএম
গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবাসহ সামিউল মিয়া (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তর। সোমবার সদর উপজেলার উত্তর ধানঘড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামিউল মিয়া ওই গ্রামের নজিজল হকের ছেলে। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক শাহ্ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সামিউল মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে