বাজিতপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সভা ও সামগ্রী বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
বাজিতপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সভা ও সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে হল মিলনায়তনে কিশোরগঞ্জের নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বিভিন্ন গনমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন অফিসার, কর্মচারী, বিভিন্ন ইউপি চেয়ারম্যনদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বর্তমান অন্তবর্তী কালীন সরকারের একমাত্র কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করাই একমাত্র দায়িত্ব। তিনি সংবাদ মাধ্যম ও জনতা এক সঙ্গে কাজ আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল ফজল হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ সহ অন্য অফিসারবৃন্দ। এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসক আসলাম মোল্লা হত দরিদ্রের মাঝে সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাজিতপুর, আবু বকর ছিদ্দিক।

আপনার জেলার সংবাদ পড়তে